বিশেষ প্রতিনিধি
যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের সিটি কলেজপাড়ার লতা হিজড়ার ভাইপো মৃত হামিদ শিকদারের ছেলে ইলিয়াছ, শহরের চাঁচড়া কয়লাপট্টি এলাকার বাচ্চু শেখ এর স্ত্রী তানজিলা খাতুন ও শহরের খড়কী কলাবাগান এলাকার সদর আলীর ছেলে সাইদুর রহমান। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, গত মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় গোপন সূত্রে খবর পেয়ে ফাঁড়ীর একটি টিম যশোরের নড়াইল বাসস্ট্যান্ড বটতলা থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াছ নামে এক যুবককে আটক করেন। চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, উক্ত ফাঁড়ির একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ১৬ নভেম্বর রাত পৌনে ৮টায় শহরের চাঁচড়া রায়পাড়া রেল পুকুরের পাড় থেকে ১ কেজি গাঁজাসহ তানজিলা খাতুন নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এছাড়া,কোতয়ালি থানা পুলিশ জানায়, ১৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭ টায় থানা পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে শহরের খড়কী কলাবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#