যশোর প্রতিনিধি
মঙ্গলবার ১৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় রসায়ন তত্ত্বীয় (১৩৭) বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। রসায়ন তত্ত্বীয় পরীক্ষায় অত্র বোর্ডের অধীনে ২৯১টি কেন্দ্রে ৩৬ হাজার ৬শ’ ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ হাজার ৪শ’ ১২ জন অংশগ্রহন করে। এ সময় ২শ’ ৪ জন অনুপস্থিত ছিলেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর বোর্ডের অধীনে ১০ জেলায় সারাদেশের সাথে মিলিয়ে মঙ্গলবার ১৬ নভেম্বর সকালে রসায়ন তত্ত্বীয় (১৩৭) পরীক্ষায় ৩৬ হাজার ৪শ’ ১২ জন অংশগ্রহ করেন। অনুপস্থিত ছিলেন ২শ’ ৪জন শিক্ষার্থী। বোর্ডের অধীনে উক্ত বিষয়ে যশোর জেলায় অনুপস্থিত ছিলেন ২৮জন,খুলনা জেলায় ২৪ জন,বাগেরহাট জেলায় ১৬জন,সাতক্ষীরা জেলায় ১৩জন, কুষ্টিয়া জেলায় ৬৫জন, চুয়াডাঙ্গা জেলায় ১০জন , মেহেরপুর জেলায় ১৫জন, নড়াইল জেলায় ১৩জন,ঝিনাইদহ জেলায় ১৫জন ও মাগুরা জেলায় ৫জনসহ মোট ২শ’ ৪জন অনুপস্থিত ছিলেন।