বিশেষ প্রতিনিধি
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে চুড়ামনকাটি চৌগাছা রোডের রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে শহিদুলের ইট ভাটার উত্তরে পাকা রাস্তার উপর থেকে দুইশ’ গ্রাম গাঁজাসহ জুলফিক্কার খাঁ নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার গাইদগাছী গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যারাতে গোন সূত্রে খবর পেয়ে শহিদুলের ইট ভাটার উত্তর পাশে পাকার রাস্তার উপর থেকে ২শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে শনিবার রাতে মামলা হিসেবে নথিভূক্ত করেন।