যশোরে চোরাই মটরসাইকেল সহ চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি
যশোরে আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২টি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সদর উপজেলা এলাকা ও অভয়নগর উপজেলা এলাকা থেকে দুই চোর সহ দুটি মোটরসইকেলশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
আটক আসামিরা হলো অভয়নগর উপজেলার লক্ষীপুর পশ্চিম পাড়া গ্রামের এরশাদ সরদারের ছেলে আরিফুল ইসলাম (২২), কাউসার এর ছেলে হেলাল শেখ (২২) একই উপজেলার পাচ কবর গ্রামের হাসানের ছেলে শিমুল গাজী (২১) আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৩),মোল্লা,শংকরপুর গ্রামের হাকিম গাজীর ছেলে শিমুল গাজী(৩৪) ও সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে হাসান (২৩) কাদেরকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুপেন কুমার সরকার জানান,বুধবার রাত আটটার দিকে যশোর শহরতলীর চচড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। তার দেওয তথ্যের ভিত্তিতে বাকি পাঁচজন আসামিকে আরেকটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।