বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার ১৩ নভেম্বর সকালে শহরের খড়কী কলাবাগান পাড়া একটি চায়ের দোকানের সামনে থেকে মোছাঃ সুফিয়া খাতুন নামে এক নারী মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে। তিনি যশোর শহরের খড়কী কলাবাগান পাড়া রেললাইনের পাশে মৃত নুর ইসলামের স্ত্রী ও মৃত মোছাঃ জমিলা খাতুনের মেয়ে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার ১৩ নভেম্বর সকালে গোপন সূত্রে খবর পেয়ে শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড কলাবাগান পাড়া জনৈক কালুর চায়ের দোকানের সামনে থেকে মোছাঃ সুফিয়া খাতুনকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে মাদক আইনে মামলায় আদালতে সোপর্দ করে।#