বিশেষ প্রতিনিধি
দিন দুপুরে যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামে একটি কোম্পানীর অফিসের উত্তর পাশে থেকে পিচ ঢালাই দেওয়ার লোহার পুরাতন মিক্সার মেশিন চুরি করে পালাবার সময় স্থানীয় লোকজনের সহায়তায় জিহাদুল হক বাদল নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। সে যশোর সদর উপজেলার বকচর মাঠপাড়ার মৃত জয়নাল মোল্যার ছেলে। এঘটনায় কোতয়ালি মডেল থানা মামলা হয়েছে।
যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের লতিফুর বিশ^াসের ছেলে অহিদুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, চাঁদ এগ্রোফিড অফিসের ম্যানেজার হিসেবে তিনি কর্মরত। মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর পৌনে ৩ টায় তিনি অফিস থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বের হওয়ার সময় দেখেন ধোপাখোলা গ্রামস্থ তার অফিসের উত্তর পাশে প্রাচীরের কোনে পিচ ঢালাই দেওয়ার লোহার পুরাতন মিক্সার মেশিন যার মূল্য ২লাখ টাকা রাখা ছিলো। উক্ত মেশিন জিহাদুল হক বাদল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সন্তোষ জনক জবাব দিতে পারেনি। পরে উক্ত মিক্সার মেশিনের মালিক রিপন চাকলাদারের কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি অহিদুল ইসলামকে জানান, চাঁচড়া ডালমিল এলাকার আব্দুল কাদের এর ছেলে আশরাফ ওরফে ফিডের নির্দেশে সে উক্ত মেশিনটি চুরি করতে উক্ত স্থানে এসেছে। তৎক্ষনিক কোতয়ালি মডেল থানায় সংবাদ দিলে পুলিশ এসে চোর বাদলকে হেফাজতে নেন। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বাদলকে বুধবার আদালতে সোপর্দ করেছে।