যশোরে পুলিশের আলাদা অভিযান ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার-৩

বিশেষ প্রতিনিধি
চাঁচড়া ফাঁড়ী,নরেন্দ্রপুর পুলিশ ও সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা গত ১২ ঘন্টা ব্যবধানে আলাদা অভিযান চালিয়ে দুই শো গ্রাম গাঁজা এবং ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় তিন মাদক বহনকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলা ক্ষিতিব দিয়া সরকারপাড়া গ্রামের আমির আলীর ছেলে হযরত আলী,সদর উপজেলার মুনসেফপুর গ্রামের মৃত মোন্তাজ খানের ছেলে জাহিদ খান ও সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের বর্তমানে তপসীডাঙ্গা জনৈক পারভীন বেগমের বাড়ির ভাড়াটিয়া ইকরামুল বিশ^াস ও আলেয়া বেগমের ছেলে জসিম উদ্দিন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মাদক আইনে মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার ৮ নভেম্বর রাত পৌনে ১০ টায় সদর উপজেলার তপসীডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক নজরুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ৯ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার চাউলিয়া গ্রামের (চাউলিয়া গেট) আমিনুল স্টোর নামক চা ও মুদি দোকানের সামনে থেকে জাহিদ খানকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা গত ৭ নভেম্বর রাত সাড়ে ৯ টার পর চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিবদিয়া সরকার পাড়া  গ্রামের হযরত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের পর্যায়ক্রমে আদালতে সোপর্দ করেছে