যশোর কেশবপুরে নারীকে কুপিয়ে হত্যা চেষ্টায় মামলায় ছয় জনকে অভিযুক্ত করে চার্জশিট

কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় দুই ভাইসহ ছয় জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত আসামিরা হলেন, দোরমুটিয়া গ্রামের আয়ুব আলী ও তার চার ছেলে ফজরে রাব্বি মুকুট, ইয়ারুল হুদা জয়, নুরুল হুদা সম্রাট, আয়ুব আলীর ভাই আশরাফ হোসেন এবং মৃত আলী বক্সের ছেলে রফিউদ্দিন।
মামলার অভিযোগে জানা গেছে, দোরমুটিয়া গ্রামের মৃত নেয়ামত আলীর দুই মেয়ে হোসনেয়ারা ও মনোয়ারার সাথে ভাই আসামি আয়ুব আলী ও আশরাফ হোসেনের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৭ আগস্ট সকালে মনোয়ারা ও অপর বোন তসলিমা বাড়ির আশেপাশে পরিস্কার করছিলেন। আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে তাদের উপর হামলা করে। এ সময় আসামিরা তাসলিমা খাতুনকে মারপিটে আহত ও মনোয়ারাকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা চলে যায়। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে তাসলিমা খাতুন বাদী হয়ে ওই ছয় জনকে আসামি করে কেশবপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।