যশোরে প্রতিবন্ধীকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক আটক

যশোর প্রতিনিধি
যশোরে আজগর হোসেন (৪৫) নামে এক বাক প্রতিবন্ধীকে ছুরিকাঘাতের ঘটনায় ইসমাইল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সদরের তালিবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা শনিবার সকালে শহরের উপশহর থেকে তাকে আটক করেন।
গত শুক্রবার সন্ধার পরে শহরের শেখহাটি দক্ষিণ আহত বাক প্রতিবন্ধি আজগরকে প্রথমে যশোরে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার্থে রেফার্ড করা হয়।
যশোর সদরের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল জানান, বাক প্রতিবন্ধী আজগর একজন নির্মান শ্রমিক। কাজ শেষ করে বাড়ি এসে পাশেই চায়ের দোকানে চা খেতে যাওয়া সময় পাশে সুপারি বাগানে সুপারি চুরি করতে দেখেন। এসময় ইসমাইল (১৯), লেদু ওরফে পলাশ (১৯) রাজন (২১) ও সাহান (১৯) সাথে তার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তারা আজগরকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত আজগরকে রাতেই যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, প্রতিবন্ধী আজগরকে ছুরিকাঘাতের ঘটনায় ইসমাইলকে আটক করা হয়েছে।#