স্টাফ রিপোর্টার : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২০৮ তম সাহিত্য সভা শুক্রবার (৫ নভেম্বর) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কবি সাধন কুমার অধিকারী। কবি আহমদ রাজুকে সভাপতি, গোলাম মোস্তফা মুন্নাকে সাধারণ সম্পাদক এবং রবিউল হাসনাত সজলকে সাংগঠনিক সম্পাদক করে সভায় ত্রি-বার্ষিক নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়।
কবি সাধন দাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শহিদ জয়। ঘোষিত ফলাফলে অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আমির হোসেন মিলন, সহ-সভাপতি নূরজাহান আরা নীতি, সহ-সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা চাঁপা, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য শামীম হোসেন বাদল, আহমেদ মাহাবুব ফারুক, রাজ পথিক ও কাজী নূর
সভায় কবিতা পাঠ ও আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, নূরজাহান আরা নীতি, রেজাউল করিম রোমেল, মুহাম্মদ হাতেম আলী সরদার, সাদী তাইফ, পারভীনা খাতুন, অ্যাড. মো. মনিরুজ্জামান মাহমুদা খানম, শাহরিয়ার সোহেল, এএফএম মোমিন যশোরী, বিশ^াস ওয়াহিদুজ্জামান, এম এ কাসেম অমিয়, শংকর নিভানন, অরুন বর্মণ, মানবেন্দ্র সাহা, সানজিদা ফেরদৌস, বাবুল আহমেদ তফরদার, কল্যাণ আচার্য্য, নজরুল ইসলাম প্রমুখ।