যশোর প্রতিনিধি
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই করেছেন রিটানিং কর্মকর্তাবৃন্দ। এতে চেয়ারম্যান পদে ৫৭ জন, সাধারণ সদস্য পদে ৩৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৪ জনসহ মোট ৫০৫ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছেন, রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম রেজা বাদশা’র দাখিলকৃত মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ঋণ খেলাপির দায়ে দোহাকুলা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪ নং ওয়ার্ডে জাহিদুর রহমান ও ৫ নং ওয়ার্ডের নুরুল হক, একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহাসিন রেজার বয়স কম থাকা, বাসুয়াড়ি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ঋণ খেলাপির দায়ে ২ নং ওয়ার্ডের গোলাম মোস্তফা ও ৫ নং ওয়ার্ডের শহিদুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে বাতিল করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা খানম জানান, ঋণ খেলাপি ও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় চেয়ারম্যানসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।#