বিশেষ প্রতিনিধি
যশোর সদর উপজেলার হাটবিলা উত্তর পাড়া গ্রামের মারপিটের ঘটনার চারমাস পর আপনভাই ভাবি ও ভাইপোদের বিরুদ্ধে দায়ের করা আদালতের পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। মুন্না ড্রাইভারের স্ত্রী বোন রেশমা বেগম মোট ৬জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। আসামিরা হলো, বাদি রেশমার ভাই জয়নাল মোল্লা, আজাহার মোল্লা ও জামাল মোল্লা, জয়নালের ছেলে রনি মোল্লা, আজাহার মোল্লার স্ত্রী নাজমা বেগম এবং জামাল মোল্লার স্ত্রী আছিয়া বেগম।
মামলায় উল্লেখ করেন, ভাই,ভাবী ও ভাইপোদের সাথে রেশমার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের পিতা আলী আরজান মোল্লা অসুস্থ। তিনি গত ২৬ জুন পিতাকে দেখতে বাবার বাড়িতে আসেন। সে সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বাাঁশের লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে রেশমা বেগমের উপর আক্রমন করে। অকথ্য ভাসায় গালিগালাজ করে। সকল আসামি তাকে মারপিটে করে। তাকে রক্তাক্ত জখম করে। তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দেয়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতলে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এই ঘটনায় তিনি চলতি মাসের ১৯ অক্টোবর আদালতে একটি পিটিশন দাখিল করেন। পুলিশ ঘটনার প্রথামিক সত্যতা পাওয়ার পর তা বুধবার সকালে মামলা হিসাবে রেকর্ড করে।