যশোর প্রতিনিধি
এক স্ত্রী তার স্বামী আল আমিন এর বিরুদ্ধে দোকান ও ঘর হতে নগদ টাকা,স্বর্ণালংকর,রুপা ও মোবাইলসহ ১৯লাখ টাকার মালামাল চুরির অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা করেছে। মামলাটি করেছে যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর বর্তমানে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উত্তর পাড়ার আব্দুল কাদের বিশ^াসের মেয়ে গৃহবধূ মোছাঃ জাহানারা বেগম। মামলায় আসামী করেছেন,গৃহবধূর স্বামী ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চর কলমি মাঝিচর মাদ্রাসা এলাকার নুরুল হক ব্যাপারীর ছেলে আল আমিন। রোববার দুপুরে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলায় গৃহবধূ জাহানারা খাতুন জানান,তার স্বামী আল আমিনকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে গৃহবধূর নিজ টাকায় বর্ষা ইলেট্রনিক্স নামক মোবাইল সার্ভিসিং,মোবাইল বিক্রয়ের করে দেন। বাদী তার স্বামীকে বাড়িতে দেখে গত ২৩ অক্টোবর শনিবার সকাল ৭ টায় গৃহবধূ তার চাকুরীর স্থলের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে যায়। পরবর্তীতে দুপুর ২ টায় গৃহবধূ তার বাড়িতে যেয়ে দেখেন তার স্বামী বাড়িতে নেই। গৃহবধূর শয়ন কক্ষের মধ্যে বিভিন্ন মালামাল/জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। স্বামীর খোঁজে দোকানে যেয়ে দেখেন দোকানে তালা খোলা ভিতরে বিভিন্ন মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। ওই সময়ের মধ্যে স্বামী আল আমিন অত্যান্ত কৌশলে চুরি করে সটকে পড়ে। চুরি যাওয়া মালামালের মধ্যে দোকান হতে নগদ ৫লাক ৮০ হাজার টাকা, ১লাখ টাকা মূল্যের ২৪/২৫টি নতুন মোবাইল ফোন,ঘর হতে নগদ ৫৮ হাজার টাকা, ১১লাখ ৫২ হাজার টাকার বিভিন্ন ১৬ ভরি স্বর্ণের গহনা ও ৬ভরি ওজনের রুপার নুপুরসহ ১৮ লাখ ৯৯ হাজার টাকার মালামাল। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হলেও পুলিশ প্রতারক চোর স্বামী আল আমিনের সন্ধান করতে পারেনি।#