যশোরে মাদকদ্রব্য সহ গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি
পুলিশ ক্যাম্প,র‌্যাব-৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ও পণ্যগার আলাদা অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিল ও সাড়ে ৩শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা পশ্চিম পাড়ার সদর উদ্দীন মোড়লের ছেলে সাইদুর রহমান ওরফে সৈদয় আলী,শহরের ঘোপ জেল রোডের মৃত আবুল কালাম মোল্লার ছেলে নিজাম হোসেন ও সদর উপজেলার কাশিমপুর শিকদার পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিন শিকদার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান, রোববার ২৪ অক্টোবর রাত সোয়া ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে কাশিমপুর শিকদার পাড়ার আল আমিন শিকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। অপরদিকে,র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পুলিশ পরিদর্শক সুমন বিশ^াস জানান, রোববার ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার পর গোপন সূত্রে খবর পেয়ে  সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পুলেরহাট গামের অগ্রনী ব্যাংক লিমিটেড এর সামনে থেকে নিজাম হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  কার্যালয় পণ্যাগারের পরিদর্শক বিশ^াস মফিজুল ইসলাম জানান, ২৪ অক্টোবর রোববার দুপুর দেড়টায় খড়কী কলাবাগান পাড়াস্থ জনৈক নুর ইসলাম এর বসত ঘরের পূর্বে পাশের কক্ষের ভাড়াটিয়া সাইদুর রহমানের ঘরে অভিযান চালিয়ে দেড়শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করে।#