যশোর প্রতিনিধি: যশোরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মণিরামপুরের বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বোরহানউদ্দিন কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের জহিরুল ইসলাম বাবুর ছেলে। সে বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জাহিদ হোসেন ও বোরহানউদ্দিন আলাদা দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা বাইক চালাতে চালাতে বাড়ি হতে দুই কিলোমিটার দূরে বাহাদুরপুর গ্রামে ঢুকে পড়ে। বোরহান উদ্দিনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রের মৃত্যু হয়।
স্থানীয়রা আরো জানান, বোরহান উদ্দিন ও জাহিদ দু’জনে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাচ্ছিলো। মোটরসাইকেল দ্রুতগামী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান দুর্ঘটনায় কিশোর বোরহান উদ্দিনের মৃত্যুরর বিষয়টি নিশ্চিত করেছেন।