যশোর শহরে বোমাবাজির ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
শহরের ষষ্টিতলা বুনোপাড়া গ্রামের এক বাড়ীতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় ঘরে ঢোকার চেষ্টায় ব্যর্থ হয়ে বোমা নিক্ষেপসহ ধারালো দা দিয়ে লোহার গেটন কোপ মারা সহ প্রাণ নাশের হুমকী দিয়ে চলে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বিস্ফোরক উপাদানবলি আইনে মামলা হয়েছে। মামলাটি করেছেন, শহরের ষষ্টিতলা বুনোপাড়ার আব্দুল খালেকের স্ত্রী মোছাঃ মনি বেগম।
বৃহস্পতিবার ২১ অক্টোবর রাতে কোতয়ালি মডেল থানায় মোছাঃ মনি বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার ২০ অক্টোবর রাত ১১ টায় বাড়ির অন্যান্যরা রাতের খাবার খেয়ে যে যার কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান সাড়ে ১২ টায় বাড়ির পশ্চিম পাশের্^ লোহার মেইন গেটের সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসী এসে বাদির ঘরের দরজা খুলতে বলে ডাকতে থাকে। বোমা মেরে খুন জখম করার হুমকী দেয়। গেট ধরে ধাক্কা ধাক্কি করতে থাকে। এক পর্যায় গেটের উপর দু’টি কোপ দেয়। সন্ত্রাসীরা বাদির ঘরের পশ্চিম পাশের্^ অবস্থিত বাদির ও মিহির কুমার ঘোষদ্বয়ের ঘরের এ্যাটাষ্ট দেওয়ালের বাইরের পাশের্^ দেওয়ালের উপর পরপর দু’টি হাত বোমা নিক্ষেপ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়। এলাকায় আতংক সৃষ্টি হয়। যার ফলে বাড়ির লোকজন ভীত সন্ত্রস্ত্র হয়ে ডাক চিৎকার করতে থাকে। এ ব্যাপারে থানায় সংবাদ দিলে পুলিশ এসে বিস্ফোরিত বোমার টিনের কৌটা,লাল কসটেপ, ৫টি বোমার জালের কাটি ও ২টি মার্বেল উদ্ধার করে।