যশোরের রায়পাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে  মারপিটের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
শহরের চাঁচড়া রায়পাড়ায় মুক্তা বেগম (২০) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারপিট করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি করেছেন শহরের চাঁচড়া রায়পাড়ার সজল কাজীর স্ত্রী মুক্তা বেগম। আসামিরা হচ্ছে, শহরের চাঁচড়া ইসমাইল কলোনীর ফারুক হোসেনের ছেলে কুদরত আলী, রেলগেট শাহরিয়ার হোটেলের পাশের মোহাম্মদ সেন্টুর ছেলে আসিফ হোসেন,একই এলাকার হাসমত আলীর ছেলে মুই সাগর ও অজ্ঞাত আরো ৮/জন।
মামলায় মুক্তা উল্লেখ করেন, তার স্বামীর সাথে আসামিদের পূর্ব শত্রুতা ছিলো। সেই সূত্রে আসামিরা গত ২ আক্টোবর বিকেল সাড়ে ৪টায় তাদের বাড়িতে ঢুকে তার স্বামীকে খুঁজতে থাকে। কিন্তু তার স্বামী বাড়িতে নেই জানালে তারা গালিগালাজ করতে থাকে। নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। তিনি অন্তঃসত্ত্বা জানালেও আসামিরা তার পেটে লাথি মারে। পড়নের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটায়। আসামীরা ক্ষিপ্ত হয়ে ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে ৩৫ হাজার টাকার ক্ষতি করে। ঘরে থাকা সমিতি থেকে উঠানো ১ লাখ টাকা চৃুরি করে। এছাড়া সোনার গহনাও নিয়ে নেয়। চলে যাওয়ার সময় হুমকি দিয়ে চলে যায়।