যশোরে মারপিটের ঘটনায় থানায় মামলা

যশোর প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে যশোরে হামলা মারপিট নগদ টাকা ও সোনার চেন ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার সুজলপুর খোলাডাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম বাপ্পি (৩২) বাদি হয়ে রোববার ১৭ অক্টোবর মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে যশোর শহরতলীর আরবপুর গোরাপাড়ার জ¦ালাল উদ্দিনের ছেলে মেহেদি (৩০)সহ অজ্ঞাত ৩/৪ জন।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা এলাকার চাঁদাবাজ সন্ত্রাসী মাদক সেবী ও পরসম্পদ লোভী প্রকৃতির লোক। আসামিদের সাথে দীর্ঘ দিন পূর্বশত্রুতা ও দ্বন্দ চলে আসছে। যে কারণে আসামিরা প্রতিনিয়ত আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকিসহ ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছে। ইতিপূর্বে আসামিরা আমাদের মারপিট করে জখম করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে। মীমাংসার কয়েকদিন আসামিরা পুনরায় একই রকম কার্যকলাপ করে। ১৭ অক্টোবর রোববার সকালে আমি ও আমার স্ত্রী আসমা বেগম উত্তরা ব্যাংক যশোর শাখা থেকে রিকশা যোগে আমার ব্যবসা প্রতিষ্ঠান জামতলার উদ্দেশ্যে রওনা হই। বেলা ১২ টার দিকে তিনখাম্বার মোড় শিশু আদদ্বীন হাসপাতালের সামনে পৌছুলে আসামিরা লোহার রড ধারালো ছুরি বাঁশের লাঠি দিয়ে আমাদের গতি রোধ করে গালিগালাচ করতে থাকে। গালিগালাচের কারণ জানতে চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদি জহিরুল ইসলাম বাপ্পির বাম পায়ের রানে দুটি ছুরিকাঘাত করে জখম করে। আসামিরা আমাকে হত্যার উদ্দেশ্যে পুনরায় বুকে ছুরিকাঘাত করতে গেলে বাম হাত দিয়ে ঠেকালে হাতের আঙ্গুল কেটে যায়। আসামিরা বাপ্পির হাতে থাকা ব্যাগ থেকে নগদ ১ লাখ টাকা কেড়ে নেয়। স্ত্রী আসমা বেগম ঠেকাতে গেলে তাকেও মারপিট করে জখম করে। আসামিরা স্ত্রী আসমা বেগমের পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায় ও তার গলা থেকে ১ ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নেয়। আসমা বেগমের চিঃকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসী হত্যার হুমকি দিয়ে চলে যায়। স্তানীয় লোকজনের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়্ পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে থানায় মামলা করে৷