যশোর প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার ১৭ অক্টোবর দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ কাগজ পুকুর মাদ্রাসার সামনে থেকে দু’জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে ৪শ’ ৯৫পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,বেনাপোল পোর্ট থানার ৪ নং ওয়ার্ডের বুজতলা,কাগজপুকুর গ্রামের রমজান ও মাছুরা বেগমের ছেলে মাহাবুর রানা ও দিঘীরপাড় ৫নং ওয়ার্ড এর গোালাম মোস্তফার ছেলে মাসুম রানা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে।
র্যাব-৬ সূত্রে জানাগেছে, রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের যশোর ক্যাম্পের বিএন লেঃ কমাঃ মোঃ নাজিউর রমানে ও লেঃ এম সরোয়ার হুসাইনের নেতৃত্বে একটি চৌকস টিম বেনাপোল পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ কাগজপুকুর মাদ্রাসার সামনে অভিযান চালায়। এ সময় মাহাবুর রানা ও মাসুম রানাকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে ৪৯৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে