রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় যৌতুক না পেয়ে আশা মনি (১৯) নামে এক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আশা মনি লক্ষীটারি আনুরবাজার গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে।
বুধবার (১৩ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের কন্যা আশা মনির সাথে গঙ্গাচড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মমিনুর ইসলামের ছেলে হাফিজুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই তাদের মনোমালিন্য হতো। এর সূত্র ধরে বুধবার সকালে আশা মনিকে হত্যা করা হতে পারে বলে আশা মনির স্বজনরা জানান।
খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত আশা মনির দাদা হোসেন আলী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, আশা মনির স্বামী হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে। বিষয়টি আরো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।