যশোর ট্রাফিক সার্জেন্টের হাতে দেশীয়  মদসহ দু’যুবক গ্রেফতারের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
মোটর সাইকেল তল্লাশীর চেকপোষ্টে সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় দু’ যুবক দুই বোতল দেশীয় মদসহ ট্রাফিক সার্জেন্টের হাতে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর ঘোপ পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও তার সহযোগী একই উপজেলার মোস্তবাপুর গ্রামের জাহাঙ্গীর  হোসেনের ছেলে খালিদ হাসান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোর ট্রাফিক অফিসের সার্জেন্ট এইচ এম সাজ্জাদ হোসেন বাদি হয়ে উক্ত দু’ যুবকের বিরুদ্ধে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬ টায় যশোর শহরের চৌরাস্তা মোড়স্থ একটি মোবাইল শো’ রুমের সামনে তল্লাশী চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল চলাচলরত আরোহীদের থামিয়ে কাগজপত্র যাচাই বাছাইয়ের দায়িত্ব পালন করছিল। হঠাৎ আব্দুল্লাহ আল মামুন ও তার সহযোগী খালিদ হাসানকে নিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেল বাজাজ প্লাটিনা যার নাম্বার নেই। উক্ত মোটর সাইকেল চেকপোষ্টে থামানোর সংকেত দিলে তা উপেক্ষা করে পালানোর চেষ্টার এক পর্যায় উক্ত সার্জেন্টের হাতে গ্রেফতার হয়। তাদের দখল হতে ২ বোতল দেশীয় কেরু কোম্পানীর মদ উদ্ধার করে। পরে তাদের দু’জনকে গ্রেফতার করলে তাদের দখলে থাকা বাজাজ প্লাটিনা মোটর সাইকেলের নাম্বার না থাকায় তা জব্দ করা হয়। বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকালে উক্ত দু’ যুবককে আদালতে সোপর্দ করে।#