বুধবার দুপুরে যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া বাইলেনে অভিযান চালিয়ে গুলিভর্তি বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন বাপ্পি (২৫) নামে এক যুবককে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আটক রিয়াজ হোসেন বাপ্পী ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য উদ্ধারের জন্য তারা জিলা স্কুলের বিপরীতে ষষ্ঠিতলাপাড়া বাইলেনের একটি বাড়িতে অভিযান চালান। ওই সময় বাড়িটির একটি ঘরে তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন বাপ্পি নামে এক যুবককে আটক করা হয়। ঘরের বিছানার তোষকের নিচে গুলিভর্তি পিস্তলটি ও ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক রিয়াজ হোসেন বাপ্পির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে আটক বাপ্পির বক্তব্য জানা যায়নি।
যশোর শহরে গুলিভর্তি বিদেশি পিস্তল ও ইয়াবা সহ যুবক আটকের দাবি
যশোর প্রতিনিধি