যশোর প্রতিনিধি
যশোরের নওয়াপাড়া পৌরসভার মেয়র হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী সুশান্তকুমার দাস ফের নির্বাচিত হয়েছেন।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ২২ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এইচএম মহসীন পেয়েছেন সাত হাজার ৮২৯ ভোট। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে প্রার্থী দেয়নি।
গত ১১ এপ্রিল এ পৌরসভায় ভোটগ্রহণ করার হওয়ার কথা ছিল। করোনার কারণে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করে ২০ সেপ্টেম্বর করা হয়।
এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।