গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী

যশোর প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রয়েছে দেশের প্রকৃত উন্নয়ন। তাই কৃষি উন্নয়নকেই জাতীয় উন্নয়ন ধরে কৃষি কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে। গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই দেশের উন্নয়ন করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। রোববার রাতে যশোর সার্কিট হাউজে যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরো বেগবান করার স্বার্থে যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের আয়োজন করেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, আওয়ামী লীগের সরকার কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। যা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে। এমনকি মহামারি কোভিড-১৯ দুর্যোগের মধ্যেও বাংলাদেশের কৃষি নিরবচ্ছিন্নভাবে এদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য যোগানের পাশাপাশি অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কৃষিবিদ মেসবাহুল ইসলাম।