যশোর শহরে  এক বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত

বিশেষ প্রতিনিধি
যশোর শহরের খড়কী বামনপাড়া রোড (কারবালা) এর বাড়ির জানালার গ্রীল কেটে সংঘবদ্ধ চোরেরা ঘরে ঢুকে নগদ টাকা ৬ ভরি স্বর্ণালংকর,হাতঘড়ি,মোবাইলসহ সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শনিবার ১১ সেপ্টেম্বর সকালে মামলাটি করেছেন খড়কী বামন পাড়া রোড (কারবালা) এলাকার মৃত কালা চাঁদ মিয়ার ছেলে রেজাউল করিম। মামলায় আসামী করেছেন অজ্ঞাতনামা চোর বা চোরেরা।
মামলায় রেজাউল করিম বলেছেন,গত ২৮ আগস্ট রাত ১১ টায় বাদিসহ তার ছেলে ও পরিবারের লোকজন খাওয়া দাওয়া  করে যে যার মতো ঘরে শুয়ে পড়েন। পরের দিন ২৯ আগষ্ট সকাল ৮ টায় ঘুম থেকে উঠলে বাদির ছেলে ফজলুল করিম তার বাবাকে জানায় যে তার  শয়ন কক্ষের পাশের রুমে মধ্যে থাকা ব্যবহৃত ষ্টীলের আলমারী ভিতরে থাকা বাদির স্ত্রীর স্বর্নের গহনা,টাকা পয়সা, মোবাইল,ঘড়ি চুরি হয়েছে। বাড়ির লোকজন উক্ত ঘরের মধ্যে ঢুতে দেখেন ঘরের জানালর গ্রীল কাটা এবং ঘরের মধ্যে ষ্টীলের আলমারীর তালা ভাঙ্গা ও জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। ষ্টীলের মধ্যে থাকা বাদীর স্ত্রী স্বর্ণের চেইন, কানের দুল, হাতের আংটি, বালাসহ ৬ ভরি স্বর্ণালংকর যার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা, নগদ ৬ হাজার ৫শ’  টাকা, দু’টি টার্চ মোবাইল যার মূল্য ৪০ হাজার টাকা, একটি হাত ঘড়ি  যার মূল্য ৩ হাজার টাকা ও বিভিন্ন কাপড়চোপড়সহ ৪লাখ ৬৩ হাজার টাকার মালামাল নেই। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রাথমিক তদন্ত করে সত্যতা পেয়ে চুরির  ১৩ দিন পর মামলা হিসেবে নথিভূক্ত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।