যশোরে রেলবাজারে চাঁদাবাজদের ছুরিকাঘাত যুবক জখম

যশোর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোর শহরের রেলবাজার এলাকায় ছুরিকাঘাতে হামজা ওরেফে বনি (২৮)নামে এক সন্ত্রাসীকে জখম করেছে। আজ দুপুরে শহরের আশ্রম রোডের তিনতলা মসজিদের পাশে এঘটনা ঘটে। আহত হামজা ওরফে বনি (২৮) শংকরপুর আশ্রম রোডের আতিয়ার রহমানের ছেলে। রেল বাজার এলাকার আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে আলীর ছেলে মেহেদি (২৮) কালা বাবুর ছেলে সুমন (২৫) জহুরুলের ছেলে ইসাক (২৪) সন্ত্রাসী চাদাবাজ রুবেল শাওনসহ ৭/৮জনতার , হামজা ওরফে বনি এলাকার ওপর হামলা করে এবং ছুরিকাঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে, মাথা, বুকে ছুরি চালিয়ে রক্তাক্ত জখম ধ। স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় হাসপাতালে ভর্তির জন্য রেফার করা হয়েছে। যশোর কোতয়ালী থানার এস আই সেকেন্দার আবু জাফর জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি ফোর্স নিয়ে এলাকায় টহল দিচ্ছি আসামীদের আটকের জন্য।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বহু এলাকাবাসি জানায়, দীর্ঘদিন যাবত এলাকায় চাঁঁদাবাজিসহ ছিনতাইসহ নানাবিধ অপরাধ করে থাকে বনি ও মেহেদী গ্রুপের সদস্যরা। তাদের অত্যাচারে রেলবাজার রেলগেট শংকরপুর আশ্রমরোড এলাকার ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছে।