যশোর প্রতিনিধি
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫ শত পিস ইয়াবাসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
বুধবার রাত সাড়ে সাত টার সময় সদর উপশহর ই ব্লক এলাকা থেকে মাদক ব্যাবসায়ি দের গ্রেফতার করা হয়৷ যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে শাহানুর রহমান (৪৫),কেশবপুর ঊপজেলার চিংড়াবাজার গ্রামের শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৭), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের মৃত দরবেশ শেখর ছেলে কামাল হোসেন (৪০) ও নড়াইল জেলার সদর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রেজাউল আমিন @ মিল্টন (৫২) কে ৫শত পিচ ইয়াবা সহ গ্রেফতাাাার করা হয়েছে৷ এদের সকলের বর্তমান ঠিকানা যশোর সদর উপজেলার উপশহর এলাকায়৷
জেলা ডিবি পুলিশের(ওসি) রুপন কুমার সরকার জানান,
কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বুধবার রাত সাড়ে ৭টায় উপশহর ই-ব্লকে সুইটি লেডিস্ ফ্যাশন হাউজের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৫শত পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়৷
এঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধিন আছে৷