যশোর প্রতিনিধি
ঝিকরগাছার উপজেলার গদখালির সাখাওয়াত হত্যা মামলায় দুইজনের ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর
যশোরের ঝিকরগাছার গদখালি গ্রামের সাখাওয়াত হোসেন হত্যা মামলায় দুই জনের ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করছে আদালত। বুধবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো মণিরামপুরের হেলানচি গ্রামের মশিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম ও শার্শার পানতাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কুতুব উদ্দিন সরকার।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি কুতুব উদ্দিন নিহত সাখাওয়াতের পূর্ব পরিচিত। সাখাওয়াতের কাছ থেকে কুতুব উদ্দিন ৩০ হাজার টাকা ধার নিয়েছিল। গত ৩০ আগস্ট কুতুব উদ্দিন ধারের টাকা নিতে সাখাওয়াতকে তাদের বাড়ি যেতে বলে। এ দিন সকালে সাথাওয়াত পাওনা টাকা আনতে কুতুব উদ্দিনের বাড়িতে যাওয়ার কথা বলে আর ফেরেনি। অনেক খোঁজাখুজি করে ঝিকরগাছার ফতেরপুর ঋষিপাড়ায় জনৈক হসেম গাজীর ঘাসের ক্ষেতে সাখাওয়াতের লাস পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের স্ত্রী নুরবানু খাতুন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে হত্যার সাথে জড়িত সন্দেহে কুতুব উদ্দিন ও শরিফুল ইসলামকে আটক করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম আটক দুইজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামি কুতুব উদ্দিনের ১ দিন ও শরিফুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷৷