কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এ ঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার ডিউটি অফিসার এসআই হাসান মাহমুদ বলেন, র্যাব যশোর-৬ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। তারা কেশবপুর দলিল লেখক সমিতির কার্যালয় থেকে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনসহ (৪৮) তিনজনকে ইয়াবাসহ আটক করে।
ওই সময় শাহাদাত হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের কাছ থেকে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মামলার অপর দুইজন হলো কেশবপুর পৌরসভার বাজিতপুর এলাকার কাওছার হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মজিদপুর গ্রামের ভদ্র দাসের ছেলে আকাশ দাস (১৯)।
র্যাব তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনের ২০১৮ এর ৩৬(১), ১০(ক) ধারায় মামলা করে। মামলা নম্বর-২/০২.০৯.২০২১।
শাহাদাত হোসেন কেশবপুর সদরের আলতাপোল গ্রামের আবুল কাসেমের ছেলে।