বেনাপোলে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বেনাপোল প্রতিনিধি: দেশের বাজারে কাঁচা ঝালের দাম বৃদ্ধির ফলে ভারত থেকে আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ১২টি ট্রাকে করে কাঁচা ঝালের চালানগুলো ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। কাঁচা ঝাল আমদানির খবরে বেনাপোল সহ যশোরের বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা ঝালের মূল্য কেজিতে ৩০-৪০ কমে বিক্রি হচ্ছে। আমদানিকৃত ঝাল দেশের বাজারে ১০০ টাকার নিচে বিক্রি হবে।

মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স উৎস এন্টারপ্রাইজ, মেসার্স গাজী এন্টারপ্রাইজ ও মেসার্স রুসদ এন্টারপ্রাইজ এই চার আমদানি কারক আজকে ৭০ মেট্রিক টন ভারতীয় কাঁচা ঝাল আমদানি করেছে।

বেনাপোল বাজারের কাঁচামাল ব্যবসায়ী রাশেদ আলী জানান, বর্তমানে দেশীয় কাঁচা ঝাল প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। এক সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা ঝাল বিক্রি হয়েছিল একশ টাকায়। বৃষ্টির কারণে প্রতি কেজিতে ৭০-৮০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে কাঁচা ঝাল আমদানির খবর জানা নেই। তবে আমদানি হলে দেশীয় কাঁচা ঝাল বিক্রি কমে যাবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, অতিবৃষ্টির কারণে দেশের কাঁচা ঝালের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে গাছ মরে গেছে। এ কারণে দেশের অভ্যন্তরীণ বাজারে কাঁচা ঝালের দাম বেড়েছে। আজ থেকে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। আজ ১২ ট্রাক কাঁচা ঝাল আমদানি হয়েছে। দুপুরের দিকে কাঁচা ঝালের ট্রাকগুলো দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৬-৭ টন কাঁচা ঝাল রয়েছে। আমদানি করা কাঁচা ঝাল বিক্রি হবে প্রতি কেজি ৮০-৯০ টাকায়।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান জানান, আজ ১২ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। আরও হওয়ার কথা রয়েছে। দিন শেষে জানা যাবে, কত ট্রাক কাঁচা ঝাল আমদানি হলো।

বেনাপোল উদ্ভিদ সংঘনি রোধের উপসহকারি কর্মকর্তা হেমন্ত কুমার বলেন, দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি ও সংকটের কারনে ব্যবসায়ীরা কাঁচা ঝাল আমদানি শুরু করেছে। আজ চারটি আমদানি কারক প্রতিষ্ঠান ৭০ মেট্রিক টন কাঁচা ঝাল আমদানি করেছে৷