যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা,সাজিয়ালী পুলিশ ক্যাম্প ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা ১২ ঘন্টার ব্যবধানে আলাদা অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা,৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত দেদার বক্সের ছেলে জমসেদ আলী,সদর উপজেলার তালবাড়িয়া শন্তির মোড় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের পিছনে বর্তমানে একই উপজেলার শেখহাটি আদর্শপাড়া (রিতা বেগমের বাড়ির ভাড়াটিয়া হারুন শেখ এর স্ত্রী ও মৃত হোসেন আলীর মেয়ে মোছাঃ শেফালী বেগম এবং যশোর শহরের সিটি কলেজপাড়া বৌ বাজার আব্দুর রশিদ সড়কস্থ মৃত ভূট্টু মিয়ার মেয়ে ও হাসেম মিয়ার স্ত্রী মোছাঃ নয়ন বেগম। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার ৮ আগষ্ট শহরের সিটি কলেজপাড়া বৌ বাজারস্থ মোসলেম উদ্দিন এর দর্জি দোকানের সামনে থেকে গোপন সূত্রে খবর পেয়ে মোছাঃ নয়ন বেগমকে ১০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫শ’ টাকা উদ্ধার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার ৯ আগষ্ট বিকেলে সদর উপজেলার শেখহাটি আদর্শ পাড়া জনৈক রিতা বেগম এর ভাড়াটিয়া মোছাঃ শেফালী বেগমের ঘরে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম ওজনের গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ৯ আগষ্ট রাত পৌনে ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার আব্দুলপুর গ্রামের জমসেদ আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমসেদ আলী পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তার ঘরের মধ্যে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে