যশোরের চৌগাছায় রাতুল হত্যার সাথে জড়িত তার আপন বোন মীম

যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছার রাতুল হত্যার সাথে জড়িত তার আপন বোন মাহমুদা মমতাজ মীম (২১) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)৷বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে তারিখ মামলার বাদী নিহত রাতুলের বাবা মহিউদ্দিনের মাধ্যমে মাহমুদা মমতাজ মীমকে ডিবি কার্যালয়ে হাজির করলে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়৷ আটক মাহমুদা মমতাজ মীম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের শিশির আহম্মেদের স্ত্রী ও নিহত রাতুলের আপন বোন৷ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুপন কুমার সরকার জানান,গত ১২ জুলাই চৌগাছা উপজেলার লস্করপুর শ্মশান মাঠে পাটক্ষেত থেকে মুখে স্কসস্টেপ দ্বারা মোড়ানো ১৮ বছর বয়সী অজ্ঞাত যুবকের এক মর দেহ পেয়ে উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। পরবর্তীতে মৃতের আত্মীয়-স্বজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ পেয়ে ও ছবি দেখে মৃতের মৃতদেহ সনাক্ত করে জানায় যে, উদ্ধারকৃত লাশের নাম এহতেশাম মাহমুদ রাতুল (১৮), পিতা-মোঃ মহিউদ্দীন, গ্রাম-বাজিপোতা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ৷ এঘটনায় নিহত রাতুলের বাবা বাদি হয়ে অঙ্গাত নামা আসামী করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করে৷  হত্যার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত রাতুলের ভগ্নিপতি শিশির আহম্মেদকে গত ১৭ জুলাই চট্টগ্রাম পতেঙ্গা থেকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মোতাবেক ভিকটিমের মোবাইল ফোন, হত্যাকাজে ব্যবহৃত স্কচটেপ, ভিকটিমের পরিহিত ছেড়া বস্ত্র উদ্ধার করা হয়। আটক আসামী শিশির আহম্মেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। এতে হত্যার পরিকল্পনার সাথে নিহত রাতুলের বোন মাহমুদা মমতাজ মীমের সংশ্লিষ্টতার কথা জানায়। এই বিষয়ে মামলার তদন্তকারী তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমান পেয়ে ভিকটিমের বোন মাহমুদা মমতাজ মীমকে আটক করা হয়৷