যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী সচিব শরীফ আব্দুল্লাহ হেল মকিতের বিরুদ্ধে যশোর আদালতে চেক ডিজঅনারের অভিযোগে মামলা হয়েছে। শরীফ আব্দুল্লাহেল মকিত যশোর শহরের সার্কিট হাউজপাড়ার শরীফ শামসুর রহমানের ছেলে এবং যশোর শিক্ষাবোর্ডের সহকারী সচিব হিসেবে কর্মরত। আই.ডি.এলসি ফাইন্যান্স লিঃ যশোর শাখার পক্ষে গত ১৫ জুলাই মামলাটি করেছেন প্রতিষ্ঠানের এ্যাসিষ্ট্যান্ট অফিসার আবুল কালাম আজাদ। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হলে শুনানীর দিন ধার্য করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, শরীফ আব্দুল্লাহ হেল মকিত ইতিপূর্বে আই.ডি.এলসি ফাইন্যান্স লিঃ এর যশোর শাখা থেকে ঋণ গ্রহন করেন। ওই ঋণের দুইটি কিস্তির বিপরীতে দুইটি চেক প্রদান করেন। যার একটি ৬০ হাজার ৫শ’ ৫৮ টাকা ও অপরটি ৬০ হাজার ২শ’ ৭৭ টাকা। কিন্তু তা ডিজঅনার হয়। বাদী এ বিষয়ে আসামিকে একমাসের সময় দিয়ে গত ১৫ জুন লিগ্যাল নোটিশ প্রদান করলেও তিনি তাতে কর্ণপাত করেন না। বাধ্য হয়ে বাদী একমাস পর আদালতে মামলা করেছেন৷