যশোরে প্রাইভেট কারের চারজন নিহতের ঘটনায় থানায় মামলা

যশোর প্রতিনিধি
রোববার ২৭ জুন দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলার ধোপাখোলা নিমতলা নামকস্থানে বেপরোয়া গতি সম্পন্ন ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহীচালকসহ ৪জন নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার ২৮ জুন যশোর নাভারণ হাইওয়ে থানা ফরিদপুর মাদারীপুর রিজিয়ন এর এটিএসআই অহিদুল ইসলাম বাদি হয়ে (ঢাকা মেট্টো ট-২২-৯২৬৭) ট্রাকের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।
এটিএসআই অহিদুল ইসলাম মামলায় উল্লেখ করেন, গত ২৭জুন দুপুর সাড়ে ১২ টায় প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-১৫-৭০৫৪) যশোর হতে বেনাপোল যাওয়ার পথে মহাসড়কের ধোপাখোলা নিমতলা নামকস্থানে পৌছালে বেনাপোল হতে যশোর গামী ট্রাক (ঢাকা মেট্টো ট-২২-৯২৬৭) গাড়ীর অজ্ঞাতনামা চালক বেপরোয়া দ্রুতগতিতে প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারে থাকা যাত্রী চট্টগ্রাম সিএমপি বায়েজিদ বোস্তামীর থানার কুলগাঁও গ্রামের ইকবাল চৌধুরীর ছেলে সাদমান চৌধুরী (২৭), প্রাইভেট কার চালক একই থানার রাজামান চাইবাড়ি গ্রামের আলী আজগারের ছেলে আলী নেওয়াজ চৌধুরী (৩৫), কুলগাঁও গ্রামের বাদশার ছেলে আবু সৈয়দ (৪৫), অক্সিজেন গ্রামের ইসমাইলের ছেলে নাইম (৩৫) মারা যায়। এসময় কুল গাঁও গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন (৩৫)কে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে নিহতের আত্মীয় স্বজন জেলা প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়না তদন্তে লাশ গ্রহন করে। এ ব্যাপারে ট্রাকের অজ্ঞাতনামা চালক বেপরোয়া গতিতে প্রাইভেট কারকে স্বজোরে ধাক্কা মারলে প্রাইভেট কারের চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়।#