যশোর প্রতিনিধি: যশোরে ঈদের দিনও করোনা কাড়ল সাত প্রাণ । গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুইশ’৯১ জনে। এছাড়াও এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে একশ’ ৫৭ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫শ’৩২জনে। বুধবার (২১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন অফিস প্রদত্ত তথ্য অনুসারে , যশোরে গেল ২৪ ঘণ্টায় ছয়শ’ ১৯ টি নমুনা পরীক্ষা করে একশ’৫৭জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচশ’৭৫ নমুনায় একশ’৪৮ টি, খুলনা মেডিকেলে পাঁচ নমুনা পরীক্ষায় দুইটি এবং ৩৯ জনের র্যাপিট অ্যান্টিজেন পরীক্ষায় সাত জনের শরীওে করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে রেডজোনে ভর্তি আছেন ৯৮ করোনা রোগী। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে সদও উপজেলায় একশ জন, কেশবপুরে দুই, ঝিকরগাছায় সাত, অভয়নগরে ১৯, মনিরামপুরে ১২, বাঘারপাড়ায় তিন, শার্শায় নয় এবং চৌগাছায় আক্রান্ত হয়েছেন পাঁচ জন। সমগ্র জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার সাতশ’ সাত জন।