যশোর প্রতিনিধি
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৫ শতাংশ। নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা রোগী ছিলেন। বাকি ৫ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২০১ জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৬৮০৬ জন,সুস্থ্য হয়েছেন ৯৭৮২ জন,করোনা পজেটিভ রোগী মারাগেছে ২৬৩ জন৷ যশোর জেনারেল হাসপাতালে মারাগেছে ১৫ জন, করোনা ও উপশর্গ রোগীর মৃত্যু হয়েছে৷ যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৭০ জন,কেশবপুরে ০ জন,ঝিকরগাছায় ১০ জন,অভয়নগরে ৩ জন,মনিরামপুরে ৬ জন,বাঘারপাড়ায় ১ জন,শার্শায় ৮ জন,চৌগাছা উপজেলায় ১০ জন নতুন করে শনাক্ত হয়েছে৷