যশোরে ঘরে ঢুকে ষোড়শীকে ধর্ষন,লম্পট গ্রেফতার

যশোর প্রতিনিধি
যশোর সদরের এক গ্রামে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ঘরে পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে কেউ না থাকার সুযোগে ষোড়শীকে জোরপূর্বক ধর্ষন করেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন রাসেল হোসেন ওরপে রাকিব নামে এক লম্পট যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে যশোর সদর উপজেলার কুতুবপুর জলকার গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। ধর্ষিতার মাতা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
ধর্ষিতার মাতা বাদি হয়ে মামলায় উল্লেখ করেন, তার মেয়ে (১৬) নবম শ্রেনীতে লেখাপড়া করে। রাসেল হোসেন রাকিবের সাথে তার মেয়ের ১মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়। লম্পট রাসেল হোসেন রাকিব তার মোবাইল ফোন দিয়ে ষোড়শীর মোবাইল ফোনে বিয়ের প্রস্তাব দেয়। ষোড়শী রাজী না হওয়ায় বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। লম্পট যুবক মাঝে মধ্যে ষোড়শীর বাড়িতে আসা যাওয়া করতো ও কথা বার্তা বলতো। গত ২৭ জুন সকাল সাড়ে ৮ টায় ষোড়শীর মাতা মেয়েকে বাড়িতে রেখে বাইরে কাজে যায়। ওই বেলা আড়াইটার সময় ষোড়শী বাড়ির বারান্দায় অবস্থান করার সময় রাসেল হোসেন রাকিব বাড়িতে আসে। সে কথা বার্তা বলার এক পর্যায় ষোড়শীকে এক গ্লাস পানি আনতে বলে। সরল মনে করে ঘর হতে পানি আনার জন্য ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে লম্পট যুবক ষোড়শীর পিছুপিছু ঘরের মধ্যে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ষোড়শী কান্নাকাটি করলে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে রাসেল হোসেন রাকিবকে হাতে নাতে ধরে ফেলে। সংবাদ শুনে ষোড়শীর মাতা দ্রুত বাড়িতে এসে ঘটনা দেখে মেয়ে ও স্বাক্ষীদের কাছে শুনে থানায় মামলা করেন। ষোড়শী সোমবার আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। লম্পট রাসেল হোসেন রাকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে।