যশোর প্রতিনিধি
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩০৮জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন ১২জন। সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ ও যশোর জেনারেল হাসপাতালের আর এম ও আরিফ আহম্মেদের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৬৪০জনের নমুনা পরীক্ষা করে ৩০৮জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৮শতাংশ। এসময়ে মারা গেছেন ১২জন। এদের মধ্যে ৮ জন করোনা এবং অপর ৪ জন করোনা উপসর্গ নিয়ে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫৯জন। করোনা পজেটিভ যেসকল রোগী মারা গেছেন তারা হলেন সদর উপজেলার শহরের কাজী পাড়া এলাকার সাফিয়া বেগম(৭০),পালবাড়ি এলাকার সুরাইয়া বেগম(৬৫), শানতলা গ্রামের অরবিন্দু (৩৯), শহরের খড়কী এলাকার বিউল ইসলাম (৭০),শহর তলীর ধর্মতলা এলাকর জেরিনা খাতুন(৬৫),ঝিকরগাছা উপজেলার মধুখালি গ্রামের মসলেম উদ্দীন(৮০), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামার পাড়া গ্রামের আলিফ উদ্দীন(৯০), কেশবপুর উপজেলার বেলপোট্রি গ্রামের রোজিনা (৪০) তারা সকলে যশোর জেনারেল হাসপাতালে করোনা ভাইরাছে আক্রান্ত হয়ে রেডজোনে চিকিৎসাধিন অবস্থায় মারা যান৷
যশোর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে সেক্ষেত্রে ডাক্তার ও নার্স এবং জনবল সংকট রয়েছে। এই ডাক্তার ও নার্স এবং জনবল দিয়ে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে কারণ করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ আমাদের এখানে সেন্ট্রাল অক্সিজেন মধ্যে লিকুইট অক্সিজেন ঢোকানো হচ্ছে। সেন্ট্রাল অক্সিজেন যখন আমরা লিকুইট অক্সিজেন থেকে পাবো তখন অক্সিজেনের সরবারহের আর সমস্যা হবে না।