যশোর প্রতিনিধি: যশোরে ৯২ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা। সোমবার ভোরে জেলা ডিবির অভিযানে ফেসসিডিল পাঁচারকালে ০২টি অফিসিয়াল ব্যাগ, ০৩টি মোবাইল,০১টি ইজিবাইকসহ আসামীদের গ্রেফতার করেন তারা।
আটক আসামীরা যশোরের বেনাপোল থানাধীন মহিষাডাঙ্গা দক্ষিনপাড়ার মোঃ মোসলেম আলী গুলদারের ছেলে মোঃ মোনায়েম গুলদার (৫৯) ও মোঃ মোনায়েম গুলদারের ছেলে মোঃ লিটন হোসেন (২৮) মহিষাডাঙ্গা উত্তরপাড়ার পিতা- মান্নান প্রধানের ছেলে মোঃ রিপন প্রধান মাটি (২৬)।
ডিবি’র ওসি সোমেন দাশের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর সমন্বয়ে একটি চৌকশ ডিবির টিম অভিযানটি পরিচালনা করেন।
যশোর ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ জুন ২০২১ ভোর ০৩ টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে যশোরগামী ১টি ইজিবাইকযোগে আসা ০৩ মাদক কারবারীকে ৯২ বোতল ফেনসিডিলসহ যশোর কোতয়ালী থানাধীন চাঁচড়া চেকপোষ্ট এলাকা থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করিলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯২, তাং-২১/০৬/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৪(গ)/৩৮/৪০/৪১ রুজু হয়।