বাগেরহাটে করোনায় চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু শনাক্ত আরো ৬৮ জন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলায় নতুন করে আরো ৬৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শনিবার একদিনে ১৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৫ শতাংশ।

একই সময়ে বাগেরহাট সদরে হেলালুজ্জামান নামের একজন পল্লী চিকিৎসকসহ জেলায় ৩ জন মারা গেছেন করোনায়।

এ নিয়ে বাগেরহাট জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ৪৬০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর মোট মারা গেছেন ৪২ জন।

করোনা ছড়িয়ে পড়েছে শার্শার গ্রামেগঞ্জে, শনাক্তের হার ৬৭.৪৪ শতাংশ

বাগেরহাট সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির রবিবার দুপুরে জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। বাগেরহাট সদর করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪৩ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন আরো বলেন, বাগেরহাট জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার বেশি। মোংলা, রামপাল, ফকিরহাট ও বাগেরহাট পৌরসভা এলাকা এখন করোনা হটস্পট হয়ে উঠেছে। জেলায় সংক্রমণের হার সর্বোচ্চ ৭৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিলো। বর্তমানে জেলায় ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করছে।