যশোর প্রতিনিধি: ডিউটি রদ বদলের ঘটনায় যশোরে শফিকুল ইসলাম (৪৩) নামে এক মটর শ্রমিক গুরুতর আহতর ঘটনায় তাহাজ্জত আলী রনি (৩৩) নামে অপর এক মটর শ্রমিক ও তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন। দুইজনই যশোর বাস মালিক সমিতির কর্মচারী। মামলার বাদি শফিকুল ইসলাম শহরের পূর্ববরান্দী লিচুতলা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। আসামী তাহাজ্জদ আলী রনি বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা ১নং ওয়ার্ড এলাকার শুকুর আলীর ছেলে।
এজাহারে শফিকুল ইসলাম উল্লেখ করেছেন, আসামী তাহাজ্জত আলী রনি যশোর বাস মালিক সমিতি মণিহার মোড় ডিউটি রদ বদলের ঘটনায় শত্রুতা চলে আসছিল। গত ১৪ জুন সকাল ১০টায় শফিকুল ইসলাম শহরের মণিহার মোড়স্থ একে ট্রাভেলস অফিসে বসে ডিউটি করছিলেন। সে সময় আসামি রনিসহ অজ্ঞাত আরো ২/৩জন কাউন্টারে এসে তাকে গালিগালাজ করে। পরে তাকে মারপিট করে। এসময় অন্যান্য শ্রমিকরা এগিয়ে আসলে আসামি রনি ও তার সঙ্গীরা চলে যায়। পরে শফিকুল যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।