যশোরে কুপিয়ে জখম করে টাকা লুটের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি: জমি জায়গা নিয়ে বিরোধের সূত্র ধরে প্রতিবেশী সন্ত্রাসীরা গালিগালাজের এক পর্যায় হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় ৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৪/৫ জন উল্লেখ করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া মৃত কিতাব্দীর ছেলে হাফিজুর রহমান,হাফিজুর রহমানের ছেলে মাহফুজ, মৃত কিতাব্দীর মোল্লার ছেলে আমিনুর রহমান, মফিজুর রহমান, হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম। শহরের পুর্ব বারান্দীপাড়া নাথপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শাহআলম বাদি হয়ে বুধবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন। মামলায় শাহআলম উল্লেখ করেন, আসামীদের বাড়ি ও বাদীর বাড়ি পাশাপাশি। আসামীদের সাথে শাহআলমের পরিবারের জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব হতে শত্রুতা ও দ্বন্দ্ব চলে আসছে। আসামীরা শাহআলম ও তার পরিবারের সদস্যদের মারপিট খুন জখম করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। প্রায় সময় মারপিট ও খুন জখমের হুমকী দেয়। গত ১৪ জুন বিকেল ৩ টায় শাহআলম বাড়ির সামনে অবস্থান কালে পূর্ব শত্রুতার কারনে আসামীরা ধারালো দা,লোহার রড,বাশের লাঠিসহ বেআইনী জনতাবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। শাহআলম গালিগালাজ করতে বাধা নিষেধ করলে হাফিজুর রহমানের হুকুমে তার ছেলে মাহফুজ ধারালো দা দিয়ে শাহআলমের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। অন্যান্য আসামীরা লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা কেড়ে নেয়। শাহআলমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রকাশ্যে আসামীরা শাহআলমকে হত্যার হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করে।