যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় করোনা আক্রান্ত হয়ে কামরুজ্জামান তুহিন (৪৫) নামে এক ইউপি সচিব মারা গেছেন। বুধবার (১৬ জুন) সকাল দশটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে উপজেলার চন্ডিপুর গ্রামের শেখ জয়নুদ্দীনের ছেলে ও জহুরপুর ইউনিয়ন পরিষদের সচিব।
নিহতের ভাই শেখ সাহান জানান, ১৫ দিন আগে হঠাৎ করে কামরুজ্জামান তুহিনের জ্বর আসে। এ সময় স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি। জ্বর নিয়ন্ত্রণে না আসায় গত এক সপ্তাহ আগে যশোর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা করান। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।এরপর তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।
গত সোমবার প্রচুর শ্বাসকষ্ট শুরু হলে তার শ্যালক রফিকুল ইসলাম তাকে ঝিনাইদহে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এদিন তুহিনের মৃত্যু হয়।
বাঘারপাড়ার জহুরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিন উদ্দীন বলেন, ‘বিষয়টি ইউএও স্যার আমাকে জানিয়েছেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের একটি টিম মরদেহ দাফন করতে আসবে। বিকেল তিনটার পরে মরদেহ চন্ডিপুর গ্রামে পৌঁছালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ জানান, ‘কামরুজ্জামান তুহিন ইউপি সচিব হওয়ায় দীর্ঘদিন একসাথে কাজ করেছি। তার মৃত্যুটা খুবই বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
ইউএনও আরও জানান, বৃহস্পতিবার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা রয়েছে। ওই সভায় করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বাঘারপাড়া উপজেলায় করোনাআক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট পাঁচজন।আর বর্তমানে আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক।