মাধঘোপা নিঊজ ডেক্স : কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক ব্রাজিল। নেইমারের জাদুতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী পেলের দেশ।
তিন গোলের মধ্যে নেইমারের দেয়া গোলটি হয়েছে পেনাল্টি থেকে। বাকি দুটি তিনি করিয়েছেন। তার করা কর্নার কিক থেকে প্রথম গোলটি করেন মার্কুইনহোস। তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল বারবোসাকে দিয়ে করান নেইমার।
রবিবার রাতের এই ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব ছিল মিডফিল্ডার ক্যাসেমিরোর কাঁধে। তবে ম্যাচ শেষে সেরার কৃতিত্ব শুধুই নেইমারের।
মাঠে নামার আগেই করোনা হানা দেয় ভেনিজুয়েলা শিবিরে। প্রথম পছন্দের সাত ফুটবলারকে ছাড়াই তাদের লড়তে হয়েছে ব্রাজিলের বিপক্ষে। শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে ব্রাজিল। ২৩ মিনিটে নেইমারের কর্নার অরক্ষিত জায়গায় পেয়ে যান মার্কিনিয়োস। তার বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির আগে দু’একবার সুযোগ পেলেও জাল খুঁজে পায়নি ভেনেজুয়েলা। দ্বিতীয়ার্ধে যেন আরো আক্রমণাত্মক ব্রাজিল। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
শেষ মুহুর্তে গ্যাব্রিয়েল বারবোসা আরো একবার লক্ষ্যে বল পাঠালে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এদিকে বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।