যশোর প্রতিনিধি: যশোর কোতয়ালী থানা পুলিশ গ্রিল কাটা চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে৷ এসময় চোরাই সাড়ে ৭ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে কোতয়ালী থানার উপ-পরিদর্শক( এসআই) কামাল হোসেন যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাদের আটক করেন।
আটক কৃতরা হলেন বেজপাড়া এলাকার আশিকুর রহমান @ বাপ্পি (২০), মানিক সর্দার (২১), হাসান (২৪) ও শারমিন আক্তার নিলা (৩০) এবং যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার ফিরোজ আলম (৩০) ও আজগর হোসেন (৩৫)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তাজুল ইসলাম বলেন, বাপ্পি ও মানিক নামে আটক দুজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে চোরচক্রের সন্ধান পাওয়া যায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৪ জনকে আটক করা হয়েছে। তারা চোরাই সোনা বিক্রি করে শহরের বেজপাড়ার ফিরোজ জুয়েলার্সে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই জুয়েলার্স থেকে ৭ ভরি ৫ রতি সোনা ও ৫০ হাজার টাকা উদ্ধারসহ ফিরোজ জুয়েলার্সের মালিক ফিরোজ ও তার কর্মচারী আজগরকে আটক করে।