করোনা রোগীর দেহে ভারতীয় ধরনের পরিবর্তে আফ্রিকান ধরনের উপস্থিতি

মাধঘোপা নিউজ ডেক্স: চট্টগ্রামে ভারতফেরত এক করোনা রোগীর দেহে ভারতীয় ধরনের পরিবর্তে আফ্রিকান ধরনের উপস্থিতি পাওয়া গেছে।চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে এটি শনাক্ত হয়। মঙ্গলবার (২৫ মে) সিভাসুর উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমানের পাঠানো প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি জানান, গত ১৫ মে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম থেকে ভারতফেরত ৬ জন বাংলাদেশি নাগরিকের করোনাভাইরাস টেস্টের নমুনা সিভাসুর কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ জনের কোভিড নেগেটিভ এবং ১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সার্বিক নির্দেশনায় এবং পোল্ট্রি রিসার্চ এবং ট্রেনিং সেন্টার (পিআরটিসি), সিভাসুর আর্থিক সহায়তায় সিভাসুর প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. শারমীন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রনেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. তানভীর আহমদ নিজামী কোভিড-১৯ আক্রান্ত রোগীর স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। ওই আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে SARS-CoV-2 বা নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য (Whole Genome Sequence) উন্মোচন করা হয়। এতে আফ্রিকান ধরনের উপস্থিতি দেখা যায়।