বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ,পায়রা বন্দরকে দূরবর্তী ০১ নম্বর সতর্ক সংকেত।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর পায়রা বন্ধরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হওয়ায় এটি ঘনিভ‚ত হয়ে নি¤œচাপ এবং পরবর্তী গভীর নি¤œচাপ ও ঘূর্নিঝড়ে পরিনত হতে পারে। তাই বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে। একই সাথে গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজকের মধ্যে তীরে ফিরে আসতে নির্দেশ দেয়া হয়েছে। তবে মৎস্য শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার আগে ভাগেই মহিপুর-আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা। এদিকে কলাপাড়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যদেও সাথে যোগাযোগের মাধ্যমে সকল ধরনের প্রস্তুতি গ্রহনের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত মো. শহীদুল হক। এছাড়া আগামীকাল থেকে সতর্কতা সংঙ্কেত বারতে পারে বলেও জানান তিনি ৷