যশোর বিজিবির হাতে ১০ টি স্বর্ণের বারসহ ১ জন আটক

যশোর প্রতিনিধি : যশোর সীমান্তবর্তী এলাকা থেকে ১০ টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর টহল দল। ৪৯ বিজিবি এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী আজ ১৭ সকাল ৯টায় বেনাপোল কোম্পানী সদরের আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় চাঁচড়া বাস স্ট্যান্ড, পুলিশ চেকপোস্টের পার্শ্বে যশোর থেকে বেনাপোলগামী একটি বাসে যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী করে। ভারতে পাচারের অভিনব কায়দায় আসামীর প্যান্টের ভিতরে কোমরে ১০ টি বার) উদ্ধার করা হয়। যার মুুুুল্য সাতষট্টি লক্ষ টাকা। আটক সুমন মিয়া (৩০), যশোরেরর বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার পুত্র। এসময় একই গ্রামের

আবু সাঈদ ছেলে কামরুল ইসলাম পালিয়ে যায়। আটককৃত স্বর্নের বার এবং আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল যশোর কোতয়ালী থানায়।