ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলছে। টানটান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার রাজ্যে নির্বাচনী সভা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সভায় নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি হেরে যাবেন এমন আভাস দিয়ে খোঁচা মেরে মোদি বলেন, মমতা দ্বিতীয় কোন আসন থেকে লড়বেন না তো?
সেই সম্ভাবনা ইতিমধ্যেই খারিজ করে দিয়ে তৃণমূল জানায়, ‘নন্দীগ্রামে জিতছেন দিদি (মমতা)। তাই মোদির কথামতো অন্য কোন আসন থেকে লড়াইয়ের প্রশ্নই ওঠে না। (মোদিজি আপনি) ২০২৪ সালে একটি সুরক্ষিত আসন খুঁজে নিন। কারণ বারাণসীতে আপনাকে লড়াইয়ের মুখে পড়তে হবে।’
কিন্তু কিভাবে মোদিকে ২০২৪ সালে ‘চ্যালেঞ্জ’ ছোড়া হবে, বারাণসী থেকে তৃণমূল দাঁড়াবে নাকি অন্য কোন দলের হেভিওয়েট প্রার্থীকে সমর্থন করবে, তা স্পষ্ট করা হয়নি। সেই জল্পনার মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দাবি করলেন, সত্যিই মমতা দ্বিতীয় কোন আসন থেকে লড়বেন। তবে তা পশ্চিমবঙ্গের কোন আসন নয়। সেই আসনের নাম বারাণসী, যা মোদির আসন।
টুইটারে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া বলেন, ‘দ্বিতীয় আসন থেকে লড়াই? মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি (মমতা) লড়বেন। আর সেই আসনটি হবে বারাণসী। তাই নিজের বর্ম পরে নিন।’
উল্লেখ্য, বারাণসী থেকে গত দুই লোকসভা ভোটেই জিতেছেন খোদ মোদি। গতবারের নির্বাচনে তিনি প্রায় ৯০,০০০ ভোটে জয় ছিনিয়ে নেন।